প্রমীলা তীরন্দাজ শ্যামলী রায় রিও অলিম্পিকসে যোগ দেবার জন্য আজ সন্ধ্যেবেলা ব্রাজিলের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে কথা রয়েছে।
তিনি প্রথমবারের মত অলিম্পিকে খেলতে যাচ্ছেন এবং ওয়াইল্ড কার্ডের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।
দেশের একমাত্র কোয়ালিফাই করা খেলোয়াড় গলফার সিদ্দিকুর রহমানও আজ রিও’র উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বলে কথা রয়েছে।
বাকী খেলোয়াড়েরা ব্রাজিলের উদ্দেশ্যে আগেই রওয়ানা দিয়েছেন আগেই।
দেশের অ্যাথলেটদের কখনোই অলিম্পিক গেইমসে পদক পাওয়ার নজির নেই।
সংবাদদাতা আহরার হোসেনকে দেয়া এক সাক্ষাৎকারে তীরন্দাজ শ্যামলি রায়ও বলেছেন, তিনি অলিম্পিকসে পদক পাবেন এমন আশা করেন না। তিনি সেরা খেলাটাই খেলে আসতে চান।
তাহলে সেখানে গিয়ে তিনি কী অর্জন করার আশা করেন?
শ্যামলী রায় বলছিলেন তিনি সেখানে সেরা খেলাটা খেলেই ফিরে আসতে চান।
“পদক না পেলেও আমার যে স্কোর এখন ইন্টারন্যাশনাল লেভেলে আছে সেই স্কোর থেকে বেশি করতে চাই”।
মিস রায় বলেন যেহেতু ওয়াল্ড কার্ডের মাধ্যমে নির্বাচিত হয়েছেন, কোয়ালিফাই করে যাচ্ছেন না তাই তিনি পদকের বিষয়টা নিশ্চিত বলতে পারছেন ন। তিনি চান র্যাঙ্কিং সামনের দিকে নিয়ে যেতে।
“ আমি যদি র্যাঙ্কিং বাড়াতে পারি তাহলে সেটা হবে বড় পাওয়া। আর পরবর্তীতে বাংলাদেশের জন্য পদক নিয়ে আসাতেও এটা প্রভাব ফেলবে”-বলেন তীরন্দাজ শ্যামলী রায়।