স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি আবদুল হামিদ একজন ভাল আইনজীবী। তাই তাকে নিজের বিষয়ে চিঠি লিখার আগ্রহের কথা জানিয়েছেন একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।
বৃহস্পতিবার আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে সাক্ষাতের পর সন্ধ্যায় এই খবর জানিয়েছেন মুজাহিদের ছেলে আলী আহমদ মাবরুর।
আলী আহমদ মাবরুর দ্য রিপোর্টকে বলেন, ‘বাবা বলেছেন, রাষ্ট্রপতি একজন ভাল আইনজীবী। আমার আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে আমি রাষ্ট্রপতির কাছে একটি চিঠি লিখব।’
মাবরুর গণমাধ্যমকে চিঠির বিষয়টি চিঠির মতোই লিখার অনুরোধ জানিয়ে বলেন, ‘বাবা চিঠি লিখবেন। অবশ্যই মার্সি নয়। আগে আইনজীবীরা সাক্ষাৎ পাক। তারপরই বাবা লিখবেন।’