অগ্রসর রিপোর্ট : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে ৩ জুলাই বঙ্গভবনে উগান্ডার অনিবাসি হাইকমিশনার এলিজাবেথ পলা ন্যাপেয়ক বিদায়ী সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘সাক্ষাতকালে হাইকমিশনার বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে সহযোগিতা করার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।’
দুই বন্ধুপ্রতীম রাষ্ট্রের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, উগান্ডা তাদের কৃষিজাত পণ্যের ক্ষেত্রে বাংলাদেশের বিশেষজ্ঞ জ্ঞান ও কৃষি প্রযুক্তির সহায়তা নিতে পারে।
রাষ্ট্রপতি সম্ভাবনা যথাযথভাবে কাজে লাগানো জন্য দু’দেশের মধ্যে উচ্চ-পর্যায়ের সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন।
বিদায়ী হাইকমিশনার আর্থ-সামাজিক খাতে বাংলাদেশের বর্তমান অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন এবং এসব অভিজ্ঞতা ও অগ্রগতির কৌশলসমূহ তার নিজের দেশের ক্ষেত্রে প্রয়োগের আগ্রহ ব্যক্ত করেন।
বাংলাদেশ অদূর ভবিষ্যতে আরও উন্নতি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংশ্লিষ্ট সচিববৃন্দ ও বঙ্গভবনের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।