স্টাফ রিপোর্টার: ইরানে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম মজিবুর রহমান ভুঁইয়া আজ এখানে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ।
এ সময় রাষ্ট্রপতি বলেন, বিশ্বের বৃহৎ শক্তিগুলো ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার ফলে বিশেষ করে ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে দ্বিাপাক্ষিক সম্পর্ক জোরদারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। রাষ্ট্রপতি নিজেদের সুবিধার্থে বাংলাদেশ যাতে এসব সুযোগ-সুবিধা কাজে লাগাতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য নতুন রাষ্ট্রদূতকে পরামর্শ দেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে দুটি দেশের মধ্যে সাংস্কৃতিক ও ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
এর আগে, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল মো. মাইনুল ইসলাম বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাত করেন।
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।