অগ্রসর রিপোর্ট : নির্বাচন কমিশন (ইসি) গঠনের ব্যাপারে আলোচনা করতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের আমন্ত্রণে বঙ্গভবনে বৈঠক করেছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)-র নেতারা। এর আগে আজ বুধবার দুপুর আড়াইটায় দলটির প্রধান কর্নেল (অব.) অলি আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করেন। তবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিকাল তিনটায় বৈঠকটি শুরু হয়।
রাষ্ট্রপতির সঙ্গে অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন দলটির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ। তিনি আরও জানান, প্রায় পৌনে এক ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।
তিনি জানান, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেছেন তারা। রাষ্ট্রপতি তাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং সবার সঙ্গে আলাপ করে এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। প্রতিনিধি দলে আরও ছিলেন দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল করিম আব্বাসী, মামদুদুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান, প্রফেসর মোহাম্মদ আব্দুল্লাহ, আবদুল গনি, মো. কামাল উদ্দিন মোস্তফা, যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।