অগ্রসর রিপোর্ট: ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে ইসরায়েল রাশিয়া-বিরোধী যে অবস্থান নিয়েছে তাকে দুঃখজনক বলে বিবেচনা করে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এমনটাই জানিয়েছেন। মঙ্গলবার রাশিয়ার একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি একথা বলেছেন।
তিনি বলেন, ইসরায়েল সম্প্রতি যে বাগাড়ম্বর করেছে তা সম্পূর্ণভাবে অগঠনমূলক এবং মোটেই বস্তুনিষ্ঠ নয়। ইউক্রেনে মস্কো সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া-ইসরায়েল সম্পর্ক তেঁতে উঠেছে জানিয়ে মারিয়া জাখারোভা আরো বলেন, এই অবস্থা রাশিয়া তৈরি করেনি। সম্প্রতি আমরা ইসরায়েলের সম্পূর্ণ অগঠনমূলক কথাবার্তা শুনছি। সবচেয়ে বড় কথা হলো- তেল আবিব পক্ষপাতমূলক বাগাড়ম্বর করে আসছে।
তিনি বলেন, ইসরায়েল কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায় থেকে রাশিয়া-বিরোধী আলাপ আলোচনা আসছে। তাদের এই সমস্ত কথাবার্তা বিশেষ করে তারা যখন ইউক্রেনপন্থী হয়ে কথা বলছেন তখন মস্কোয় তা নিয়ে মারাত্মক রকমের প্রশ্ন উঠেছে।
মারিয়া জাখারোভা বলেন, ইসরায়েল ইউক্রেনের জনগণের সমর্থনে কথা বলছে না বরং তারা সমর্থন করছে কিয়েভ সরকারকে। ইসরায়েলের কণ্ঠস্বর মূলত পশ্চিমাদের ভয়ংকর কণ্ঠস্বরেরই প্রতিধ্বনি। সূত্র : তাস নিউজ ও পার্সটুডে।