রাজিক হাসান
ভোরের সূর্যালোকে তুমি
শিশিরের শুভ্রতা তুমি
সারাদিনের জল বৃষ্টি তুমি
স্বপ্ন, কল্পনা আর ভাবনাতেও তুমি
সৃষ্টিতে তুমি ও অনাসৃষ্টিতেও তুমি
বাদল দিনের কবিতা তুমি
রংধনুর সাত রং তুমি
সূর্যের তেজ তুমি
জোৎস্নার স্নিগ্ধতা তুমি
মানা না মানার বহু মত তুমি
শান্তি তে তুমি
উত্তেজনায় ক্লান্তিও তুমি
টগবগে খুন আবেগেও তুমি
মোহময় মায়া মেঘেও তুমি
বহুদূর থেকে আসা গান তুমি
পরিতৃপ্তি অভিমান তুমি
অশরীরী তুমি শরীরেও তুমি
একা নির্জনে ভীড়ে ও তুমি
লজ্জা ভয় গরিমাও তুমি
মনের মন্দিরের প্রতিমা তুমি।