রাজবাড়ি প্রতিনিধি- রাজবাড়ীর পাংশা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মাছপাড়া ইউনিয়নের বুড়ুরিয়া গ্রামে গোলাগুলির এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত আব্দুস সোবহান খান (৪৯) একটি ডাকাত দলের সদস্য।
স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সোবহানকে গ্রেফতার করা হয়। রাত দেড়টার দিকে তাকে নিয়ে বুড়ুরিয়া গ্রামের একটি আম বাগানে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এসময় সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালায়। ফলে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। একপর্যায়ে অন্যরা পালিয়ে গেলে, সোবহানকে আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সা কর্মকর্তা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ছয় পুলিশ সদস্যও আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে একটি রিভলবার, দুটি ওয়ান শ্যুটারগান ও গুলি উদ্ধার করা হয়েছে। সোবহানের বিরুদ্ধে ডাকাতি, হত্যা, হত্যাচেষ্টা ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ছয়টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
