ষ্টাফ রিপোর্টার- রাজধানী ঢাকার হাতিরপুলের সেন্ট্রাল রোডের একটি বাসায় বিস্ফোরণের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। শনিবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। এটি একটি দুর্ঘটনা বলে মনে করছে পুলিশ। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। কলাবাগান থানা সূত্র জানিয়েছে, শনিবার সকালে সেন্ট্রাল রোডের একটি ভবনের ছয় তলার ফ্ল্যাটে বিস্ফোরণে তিনজন দগ্ধ হোন। এরা হলেন – ফজলুর রহমান (৪৫), পান্না আখতার (২৫) ও দেলওয়ার হোসেন (২৪)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, বার্ন ইউনিটে চিকিত্সাধীন ফজলুর রহমানের শরীরের ২৮ শতাংশ, পান্নার ৯৫ শতাংশ ও দেলওয়ারের ৪ শতাংশ পুড়ে গেছে। এর মধ্যে পান্নার অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের বিষয়টি বর্তমানে তদন্তাধীন আছে বলে জানিয়েছে পুলিশ।