ষ্টাফ রিপোর্টার- রাজধানীর কারওয়ানবাজারে সড়কদ্বীপের ওপর স্থাপিত বাঘের ভাস্কর্যের নিচে চাপা পড়ে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, বাঘের ভাস্কর্যের পাশে ভ্যান গাড়ির ওপর চালক ঘুমিয়েছিলেন। ভোরবেলা বাঘের ভাস্কর্যটি আচমকা ভিত্তি থেকে খুলে গিয়ে কাত হয়ে উল্টে পড়ে।
এ সময় পাশে থাকা এক ভ্যান চালক সেই বাঘের নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাকে মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা, বৃষ্টির কারণে ভিত্তি দুর্বল হয়ে যাওয়ায় ভাস্কর্যটি নিজের ভারে উল্টে গেছে। পাশেই বাঘ শাবকের ভাস্কর্যটি আগের অবস্থাতেই আছে।
নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। নিহতের লাশ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। হাসপাতালের পুলিশ ক্যাম্প এ বিষয়টি নিশ্চিত করেছে।