অগ্রসর রিপোর্ট : রাজধানীর মহাখালী-বনানী এলাকার কড়াইল বস্তিতে দুপুর ২টা ৫০ মিনিটে আগুন লাগার পর বিকাল ৪টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। উল্লেখ্য, আজ রবিবার বেলা ২টা ৫০ মিনিটে এ আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। আজ রবিবার দুপুরে সেখান থেকে আগুনের কুন্ডুলি ছড়াতে দেখা যায়। আগুন লাগার পর তা দ্রুতই বস্তির ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মদক এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছেন। ক্ষয়ক্ষতির মাত্রা বা অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেননি অগ্নি নির্বাপক বাহিনীর এই কর্মকর্তা। প্রাথমিকভাবে হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।
জানা গেছে, কড়াইল বস্তিতে বেশ কিছু কাঠের দোকান থাকায় আগুন থেমে থেমে জ্বলছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি উৎসুক জনতাও আগুন নেভাতে কাজ করেছে।
উল্লেখ্য, নয় মাসের ব্যবধানে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। এর আগে গত ১৪ মার্চ ঢাকার অন্যতম বৃহৎ এই বস্তিতে আগুন লেগে অর্ধশত ঘর পুড়ে যায়, অন্তত দুই জন আহত হন।