অগ্রসর রির্পোট : রাজধানীর মুগদা এলাকা থেকে অস্ত্র-গুলিসহ ৪ জনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল রবিবার রাতে তাদের মুগদার গার্মেন্টস গলি বিশ্বাস রোডের কাছ থেকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. ফেরদৌস ওরফে ফেদু (২৯), হুমায়ুন কবির ওরফে ঝনু (৪৩), শহর আলী ওরফে লিটন ওরফে ভাঙ্গারি লিটন (২৭) ও মানিক (২৮)।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।