স্টাফ রিপোর্টার: রাজধানীতে তিনটি পৃথক ঘটনায় এক শ্রমিক এবং একজন কলেজছাত্রী ও বিবাহিতা গার্মেন্টস শ্রমিকের অপমৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল সচিবালয়ে ও বৃহস্পতিবার গভীর রাতে শেরেবাংলা নগর এবং কাফরুল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী শ্রমিক আবুল কালাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল ৪টার দিকে সচিবালয়ের ভেতরে ট্রাকে পণ্য লোড করে বের হওয়ার সময় চাপা পড়ে তার সহকর্মী জাহাঙ্গীর আলম (৪০)। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি কেরানীগঞ্জের বালুর মাঠ এলাকার নসু মিয়ার ছেলে।
এদিকে, শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মীর হোসেন দ্য রিপোর্টকে জানান, রাত ১২টার দিকে নিজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে লোপা আক্তার (২০)নামে এক তরুণী আত্মহত্যার চেষ্টা চালায়। এ সময় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি জানান, শেরেবাংলা নগরের সুলতানুল ইসলামের মেয়ে লোপা আক্তার। এ বছর তিনি বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন।
এদিকে, সকালে কাফরুল থানা এলাকা থেকে ‘ঘরের ভেতর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নববধূ ফারজানা আক্তার সীমার (২১) লাশ উদ্ধার করা হয়েছে’ বলে জানিয়েছেন কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রী খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে স্বামী দেখেন তার স্ত্রী ফ্যানের সঙ্গে ঝুলছে। পাঁচ মাস আগে তাদের বিয়ে হয়। তারা একই গার্মেন্টসে কাজ করতেন।
নিহত তিনজনের লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।