অগ্রসর রিপোর্ট :
রাজধানীর ক্যান্টনমেন্ট রেল স্টেশনে ট্রেনের ধাক্কায় আবু তাহের (৪২) নামের এক দমকল (ফায়ার সার্ভিস) কর্মীর মৃত্যু হয়েছে।
শনিবার (৮জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মীটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত তাহের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার দেওল সরদার গ্রামের আবু বকর ছেলে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, নীলফামারী জেলায় ফায়ারম্যান হিসাবে কর্মরত ছিলেন আবু তাহের। মিরপুরে পদোন্নতি পরীক্ষা দেওয়ার জন্য ঢাকায় আসেন তিনি। নীলফামারী থেকে ট্রেনযোগে ক্যান্টমেন্ট স্টেশনে এসে নামেন তিনি। এরপরই ট্রেনের ধাক্বায় দুর্ঘটনার শিকার হন।
ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) মো. আলী আকবর জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্বায় আহত হন আবু তাহের। পরে তাকে লোকজন দ্রুত কুর্মীটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে তিনি জানান।