আজ রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের দিন শহীদ মিনারের আশপাশের এলাকা প্রতি ইঞ্চি সিসি ক্যামেরার আওতায় থাকবে।
আছাদুজ্জামান মিয়া জানান, একুশে ফেব্রুয়ারিতে রাজধানীর মৎস্য ভবন, বকশীবাজার, চানখাঁরপুল এলাকা থেকে গাড়ি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করা যাবে না। কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি প্রবেশ করতে পারবে।
শুধু পলাশীর মোড় ও জগন্নাথ হলের ভেতর দিয়ে শহীদ মিনারে প্রবেশ করা যাবে। শহীদ মিনারে প্রবেশের গেটে তল্লাশি থাকবে। এ ছাড়া প্রত্যেকের কাছে থাকা ব্যাগ তল্লাশি করা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার জানান, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। তবুও নিরাপত্তার খাতিরে বিপুলসংখ্যক পুলিশ সদস্য, সোয়াট টিম, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট প্রস্তুত থাকবে।