দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, ঢাকার রমনা থানায় গত ২৩ ফেব্রুয়ারি এমদাদুলের বিরুদ্ধে একটি মামলা করে দুদক। সেখানে এক কোটি ১৮ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আযের বাইরে আরও ৮৭ লাখ টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগে আনা হয় তার বিরুদ্ধে।
ওই মামলায় দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল এমদাদুলকে গ্রেফতার করে। গ্রেফতারের পর এমদাদুলকে আদালতে পাঠানো হয়েছে।