রাঙামাটি প্রতিনিধি- পার্বত্য জেলা রাঙামাটিতে (শনিবার) ভোরে সেনাবাহিনীর সদস্যদের সাথে ‘বন্দুক-যুদ্ধে’ ৫ জন অস্ত্রধারী নিহত হয়েছে। এ ঘটনায় সেনাবাহিনীর একজন সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র ও ৫ শতাধিক রাউন্ড বুলেট উদ্ধার করা হয়েছে। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান জানান, শনিবার ভোরে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ি উপজেলার বরাদম গ্রামে অভিযান চালায়।
‘সেনা-পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা সেনা-পুলিশের টহল পার্টিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সেনাবাহিনী ও পুলিশ নিজেদের আত্মরক্ষা ও সরকারি মালামাল রক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। তাদের মধ্যে অনুমান প্রায় এক ঘণ্টা গুলি বিনিময় হয়। ওই বন্দুক-যুদ্ধে ৫ জন নিহত হয়। নিহতদের দুজনের পরিচয় পাওয়া গেছে। পুলিশ জানায়, নিহতরা জনসংহতি সমিতির মানবেন্দ্র নারায়ণ লারমার সমর্থক ও একটি উপদলের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এদিকে আহত সেনাসদস্য লিয়াকত আলীকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।