যে কোনো মূল্যে আমাদের নাবিকদেরকে আমরা দেশে ফেরত আনতে বাধ্য করবো, ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ এর নাবিক ও ক্রুদের বিষয়ে বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বুধবার (১৩ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়ে জলদস্যুদের সাথে যোগাযোগ করা হচ্ছে কিনা এ বিষয়ে প্রশ্ন করলে প্রতিমন্ত্রী বলেন, জলদস্যুদের সাথে যোগাযোগের জন্য আমাদের কোনো কার্যক্রম নেই। অন্যান্য দেশের সঙ্গে আছে।
তিনি আরও বলেন, সোমালিয়া থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে এ ঘটনা ঘটেছে। ফলে ধারণা করা হচ্ছে জলদস্যুরা সোমালিয়ার। তবে তাদেরকে এখনো আইডেনটিফাই করা যায়নি।
প্রতিমন্ত্রী জানান, জিম্মি জাহাজের নাবিক ও ক্রুদের নিরাপদে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য যথাযথ পদক্ষেপ নিতে পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।