স্টাফ রিপোর্টার: গত সপ্তাহে নিখোঁজ ১২ মার্কিন মেরিন সেনার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হাওয়াইয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষে এরা নিখোঁজ হন বলে ধারণা করা হচ্ছে।
প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার বুধবার খবরটি নিশ্চিত করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির।
ওয়াহুর হাওয়াইয়ান দ্বীপের অদূরে ১৪ জানুয়ারি সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সিএইচ-৫৩ই নামের হেলিকপ্টারটিতে ৬ ক্রু ছিল।
কার্টার এক বিবৃতিতে বলেন, গত সপ্তাহে হাওয়াই উপকূলের অদূরে হেলিকপ্টার দুর্ঘটনার পর থেকে নিখোঁজ ১২ মেরিন সেনার পরিবারের সদস্য ও প্রিয়জনদের প্রতি আমাদের আন্তরিক সহানুভূতি ছিল।
তিনি আরো বলেন, গর্বিত মেরিন সেনারা দেশকে ভালবেসে মাতৃভূমির সেবায় জীবনকে উৎসর্গ করেছেন।
দুর্ঘটনার কয়েক ঘন্টা পর উপকূলরক্ষীরা ওয়াহু সৈকত থেকে ২.৫ মাইল উত্তরে সমুদ্রে তাদের সন্ধান চালায়। তবে তখন কোন ক্রুকেই পাওয়া যায়নি।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।