অগ্রসর রিপোর্ট : যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান একটি পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি এই ঘোষণা দেন।
ট্রাম্প জানান, “দীর্ঘ রাতব্যাপী আলোচনার পর উভয় দেশ বিবেচনা বোধ ও দুর্দান্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে,” এবং তিনি উভয় দেশকে অভিনন্দন জানান।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করে জানান, দুই দেশ একটি নিরপেক্ষ স্থানে বিস্তারিত আলোচনা শুরু করতেও সম্মত হয়েছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের শান্তিপূর্ণ উদ্যোগের প্রশংসা করেন এবং জানান, গত ৪৮ ঘণ্টা তাদের ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনায় যুক্ত ছিলেন তিনি ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
এই কূটনৈতিক অগ্রগতি ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: ডন