অগ্রসর রিপোর্ট: যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত পুয়ের্তো রিকো দ্বীপের একটি বিদ্যুৎ প্লান্টে বড় ধরনের অগ্নিকান্ড ঘটেছে। এতে ১৫ লাখ লোক বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছে।
কর্মকর্তারা জানান, অগ্নিকান্ডে বিদ্যুতের দুটি ট্রান্সমিশন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে গোটা দ্বীপের বিদ্যুৎ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
বৃহস্পতিবার অধিকাংশ এলাকায় পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রদান করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
পুয়ের্তো রিকোর বিদ্যুৎ কর্তৃপক্ষ বিদ্যুৎ অবকাঠামো ঢেলে সাজাচ্ছে এবং পুরনো হয়ে যাওয়া বিদ্যুৎ সরঞ্জামাদির আধুনিকায়নের জন্য তহবিল চাইছে।
দমকল বিভাগ জানিয়েছে, তারা বিদ্যুৎ প্লান্টের আগুন নিভিয়ে ফেলেছে। প্লান্টটি দ্বীপের দক্ষিণাঞ্চলে অবস্থিত।
এই প্লান্টটি থেকেই দ্বীপের অধিকাংশ লোকের বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। দ্বীপটিতে ৩০ লাখ ৫০ হাজার লোকের বাস।
অগ্নিকা-ের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
এর আগে এই ঘটনায় স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ রাখতে হয়।
দ্বীপটির অধিকাংশ স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় জেনারেটরগুলো ঠিকমতো কাজ না করায় দ্বীপটি অন্ধকারে ছেয়ে যায়। এতে দ্বীপের ১৫টি স্থানে অগ্নিকা-ের ঘটনা ঘটে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।