অগ্রসর রিপোর্ট :যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীকে অ্যান্টনি জন ব্লিনকেনকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শুক্রবার (২৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন ড. মোমেন। একইসঙ্গে চিঠিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ব্লিনকেনকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
গত ২৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সিনেট ব্লিনকেনের নিয়োগ নিশ্চিত করে।
চিঠিতে শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন, নিরাপত্তাসহ দুই দেশের জন্য প্রযোজ্য অভীষ্ট লক্ষ্য অর্জনে একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন মোমেন। তিনি আশা প্রকাশ করেন, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেবে যুক্তরাষ্ট্র।
রোহিঙ্গাদের বিষয়ে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে মোমেন আশা প্রকাশ করেন, এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক উদ্যোগে বাইডেন প্রশাসন আরও কার্যকরভাবে সম্পৃক্ত হবে।