অগ্রসর রিপোর্টঃ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস রাজ্যের পূর্বাঞ্চলে এক ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে মঙ্গলবার ৮২ হাজারেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, দাবানলের কারণে ক্যালিফোর্নিয়ার গভর্নর জরুরি অবস্থা জারি করেছেন।
বহুমুখী সংস্থা ইনসিওয়েব ইনফরমেশন সাইট জানিয়েছে, প্রায় ৩৪ হাজার ৫০০ ভবন ঝুঁকির মধ্যে রয়েছে।
গভর্নর জেরি ব্রাউন জরুরি অবস্থা ঘোষণা করায় সান বার্নারডিনো কাউন্টির দাবানল নিয়ন্ত্রণে আনতে সরকারি সংস্থাগুলোকে কাজে লাগানো সম্ভব হবে। সান বার্নারডিনো কাউন্টিটি লস অ্যাঞ্জেলেস থেকে মাত্র ৬০ কিলোমিটার (১০০ কিলোমিটার) পূর্বে অবস্থিত।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।