অগ্রসর ডেস্ক:
যুক্তরাজ্যে বৃহস্পতিবারের পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভূত ‘তিনকন্যা’ পুননির্বাচিত হয়েছেন।
বাংলাদেশী এই তিনকন্যা হলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার কন্যা টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী এবং রূপা হক। তারা তিনজনই লেবার পার্টির মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়েছেন এবং নিজেদের আসন ধরে রেখেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নী ও শেখ রেহানার কন্যা টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ‘হ্যাম্পস্টেড এ্যান্ড কিলবার্ন’ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৫ হাজার ৫৬০ ভোট বেশি পেয়ে পুন:নির্বাচিত হয়েছেন। টিউলিপ পেয়েছেন ৩৪ হাজার ৪৬৪ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ক্লেয়ার- লুইস লেল্যান্ড পেয়েছেন ১৮ হাজার ৯০৮ ভোট। বিগত ২০১৫ সালের নির্বাচনের চেয়ে এবার টিউলিপের ভোটের ব্যবধান বেড়েছে। গতবার তিনি একহাজার ১৩৮ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।
বিশাল বিজয়ের পর টিউলিপ রিজওয়ানা সিদ্দিক টুইট করেন, ‘হ্যাম্পস্টেড এ্যান্ড কিলবার্ন আসনে পুন:নির্বাচিত হয়ে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সদয় সমর্থনের জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।’
রুশনারা আলী ‘বেন্থাল গ্রীন এ্যান্ড বো’ সংসদীয় আসন থেকে ৪২ হাজার ৯৬৯ ভোট পেয়ে পুন:নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থী চার্লট চিরিকো ৭ হাজার ৫৭৬ ভোট পেয়েছেন।
রুশনারা আলী টুইটারে লিখেছেন, ‘আমাকে সংসদ সদস্য পুন:নির্বাচিত করার জন্য বেন্থাল গ্রীন এ্যান্ড বো-এর বাসিন্দাদের অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ। এটি একটি সম্মান ও সুযোগ।’
রূপা হক ‘ইয়েলিং সেন্ট্রাল এ্যান্ড এ্যাকটন’ সংসদীয় আসন থেকে ৩৩ হাজার ৩৭ ভোট পেয়ে পুন:নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির জয় মরিসে পেয়েছেন ১৯ হাজার ২৩০ ভোট।
গত বৃহস্পতিবারের (৮ জুন) যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভূত ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু এদের মধ্যে ‘তিনকন্যা’- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার কন্যা টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী এবং রূপা হক জনগনের মনোযোগ আকর্ষণ করেন।
এবারের নির্বাচনে তিনকন্যা সহ মোট ৮ জন বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী লেবার পার্টির মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
উল্লেখ্য, যুক্তরাজ্যের ২০১৫ সালের পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভূত ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে লেবার পার্টি মনোনীত এই ‘তিনকন্যা’ পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছিলেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।