হিন্দু বৌদ্ধ বল খ্রিস্টান
বল যদি মুসলমান;
মরে গেলে সকল প্রাণী
হবে এক সমান।
জন্মের পরে শিশু ছিলে
মরণ পরে হবে লাশ;
মাঝখানের জীবন দিয়ে
রচিত হবে ইতিহাস।
কবর দিলে মাটি হবে
আগুন দিলে হবে ছাই;
আত্মা সেইত চলে যাবে
ঠিক পূর্বেকার জায়গায়।
দেহের বিনাস হবে জানি
পাপের বিনাশ নয়;
পাপের শাস্তি ভোগ করিবে
তোমার আত্মাতে নিশ্চয়!
ঘুমের ঘোরে স্বপন দেখেছ
এসেছ রাজ্য ঘোরে;
দিচ্ছ চিৎকার বাঁচিবার
মরণ ফাঁদে পড়ে!
চেতন হয়ে দেখলে তুমি
শুয়ে আছ সোনার পালঙ্ক;
ভাবছ এবার মনে মনে
কি ছিল তোমার কলঙ্ক?
সারা রাজ্য ঘুরে আসলে
দু চোখে জল ঝরালে
দেহ কোথাও সরল না;
বাহিরে তালা ভিতরে তালা
রুমে কেউ ডুকল না!
ভুলে গিয়ে খোদা প্রেম
কর তার সৃষ্টিকে দংশন;
আত্বার আজাব বাড়াবে
শুধু নিজ লোভের কারণ।
বুদ্ধি আছে মাথায় তোমার
দেহে আছে প্রচুর বল;
নিঃশ্বাস তোমার বন্ধ হলে
কি হবে পর সম্বল?
হিন্দু বৌদ্ধ বল খ্রিস্টান
বল যদি মুসলমান;
শাস্তি হবে যার যার
ভবের আমলের সমান।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।