এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, গ্রামের লোকজন ওই ট্যাংকার থেকে পেট্রোল নেয়ার চেষ্টা করলে বিস্ফোরণ ঘটে।
বন্দরনগরী বেইরা থেকে তেল নিয়ে ওই লরি মালাওয়ারির পথে যাচ্ছিল। সেটি দুর্ঘটনায় পড়লে স্থানীয় বাসিন্দারা তেল চুরির চেষ্টা করে এবং তখনই ট্যাংকারটি বিস্ফোরিত হয় বলেও খবর এসেছে।
মোজাম্বিকের তথ্য মন্ত্রণালয়ের পরিচালক জোয়াও মানাসিস বলেছেন, এমনও হতে পারে যে, তেল চুরির জন্যই স্থানীয়রা ‘অ্যামবুশ’ করেছিল।
বিবিসি জানিয়েছে, আহতদের স্থানীয় টেটে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের অবস্থাই গুরুতর।
বিশ্বের অন্যতম দরিদ্র দেশ মোজাম্বিকের ২ কোটি ৪০ লাখ মানুষের অর্ধেকের বেশিই দারিদ্র্যসীমার নিচে বাস করে। ১৯৭৫ সালে পর্তুগালের শাসন থেকে স্বাধীন হলেও ১৬ বছর স্থায়ী গৃহযুদ্ধের কারণে দেশটির অর্থনীতি দাঁড়াতে পারেনি।