গার্হস্থ্য অর্থনীতি কলেজ ছাত্রলীগের সভাপতি ফারজানা আক্তার সূপর্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর নিশাত পারভীন। কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুমা আক্তার পলির পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে উদ্ধোধনী বক্তব্য দান করেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। ওবায়দুল কাদের বলেন, রাজনীতিকে ঘৃনা করলে নিজেরই ক্ষতি করা হবে। কারণ এক সময় নিজের দেশ ছেড়ে বিদেশে চলে যেতে ভালো লাগবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মত রাজনীতিতেও শুদ্ধাচার কৌশল গ্রহণ করা উচিত। কেননা নিজে শুদ্ধ না হলে অন্যকে শুদ্ধ হওয়ার পরামর্শ দিয়ে কোন লাভ হবে না। এ বিষয়ে তিনি বলেন, নিজে দুর্নীতি করলে অন্যকে দুর্নীতি বন্ধ করার কথা বললে কোন লাভ হবে না। তাই আগে নিজেকে দুর্নীতি বন্ধ করতে হবে, তারপর অন্যকে দুর্নীতি না করার কথা বলতে হবে। বিভিন্ন ক্ষেত্রে সরকারের সফলতার উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আর সবচেয়ে আশ্চার্যের কথা হলো বাংলাদেশ বিশ্বে দারিদ্র্য বিমোচন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় নেতৃত্ব দিচ্ছে।
নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের বিস্ময় হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের অসাধারণ অর্জনের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বিগত ৪১ বছরের সাহসী রাজনৈতিক,দক্ষ প্রশাসক,ঝুঁকির মধ্যে থাকা সফল কূটনীতিকের নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের এটাই জাদুকরি ক্ষমতা। আর এ ক্ষমতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর হত্যার বিচার ও যুদ্ধাপরাধের বিচার করা সম্ভব হয়েছে। এর আগে পতাকা, বেলুন ও কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন তিনি।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।