অগ্রসর রিপোর্টঃ মেক্সিকোতে একজন নারী সাংবাদিককে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বুধবার কুখ্যাত মাদক চক্র জেটাসের সন্দেহভাজন একজন স্থানীয় প্রধানকে গ্রেফতার করা হয়েছে।
কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন।
রাজ্যের কৌঁসুলি লুইস অঞ্জেল ব্রাভো সাংবাদিকদের বলেন, আদালতের নির্দেশে সৈন্যরা মেক্সিকোর ভেরাক্রুজ অঙ্গরাজ্য থেকে এই হত্যাকান্ডের সন্দেহভাজন ম্যানুয়েল এনকে আটক করে।
এই হত্যাকান্ডের তদন্তে দেখা গেছে তিনি একদল সশস্ত্র লোকের সঙ্গে ছিলেন। ওই অস্ত্রধারীরা ফেব্রুয়ারি মাসে ভোরের আগে সাংবাদিক অ্যানাবেল ফ্লোরেস সালাজারের বাড়িতে ঢুকে তাকে অপহরণ করে নিয়ে যায়।
কর্তৃপক্ষ জানায়, পরের দিন পাশের পূর্বাঞ্চলীয় রাজ্য পুয়েব্লায় ওই নারী সাংবাদিকের গলাকাটা মৃতদেহ পাওয়া যায়।
দুই সন্তানের জননী ৩২ বছর বয়সী ওই সাংবাদিককে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
তিনি ভেরাক্রুজে এল সোল ডি অরিজাবা পত্রিকায় অপরাধ সংবাদিক হিসেবে কাজ করতেন।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অপর এক ব্যক্তিকে মে মাসে গ্রেফতার করা হয়। তিনিও জাটাস সদস্য ছিলেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।