ঘটনাস্থল থেকে আটক মোস্তফা কামালের নাম উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরো ৩/৪ জনকে এ মামলায় আসামি করা হয়েছে।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান ও তার সহযোগীসহ ১৯ আসামিকে ২১ আগস্ট গ্রেনেড মামলার হাজিরার জন্য কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার সকালে ঢাকার আদালতে পাঠানো হয়।
হাজিরা শেষে প্রিজনভ্যানে করে তাদের আবার কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিকাল সাড়ে ৫টার দিকে প্রিজনভ্যান লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়।
তিনি বলেন, ওই সময় দুটি হাতবোমা রাস্তায় পড়ে বিস্ফোরিত হয়। তবে কেউ হতাহত হননি। ঘটনাস্থল থেকে হাতবোমা, সাউন্ড গ্রেনেড, চাপাতিসহ মাদরাসাছাত্র মোস্তফা কামালকে আটক করা হয়।
ময়মনসিংহের তারাকান্দির পাগলী এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে মোস্তফা নরসিংদীর শেখের চরের একটি মাদরাসার ছাত্র।
হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নানকে ছিনিয়ে নিতেই ওই হামলা চালানো হয়েছিল বলে পুলিশ কর্মকর্তা ও গোয়েন্দাদের ধারণা।
ওসি ফিরোজ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল বলেছে, তাকে একজন ১০ হাজার টাকা দিয়েছে এই ঘটনা ঘটানোর জন্য। তবে তার নাম বলেনি।
৩ বছর আগে গাজীপুর থেকে ময়মনসিংহের আদালতে নেয়ার পথে ত্রিশালে জঙ্গিরা প্রিজন ভ্যানে হামলা চালিয়ে এক পুলিশ সদস্যকে হত্যা করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি নেতা হাফেজ মাহমুদ ওরফে রাকিব হাসান, সালাউদ্দিন সালেহীন ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বোমারু মিজানকে ছিনিয়ে নিয়েছিল জঙ্গিরা।
মুফতি হান্নান সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা ও পুলিশসহ তিনজনের মৃত্যুর ঘটনায় এবং রমনা বটমূলে হামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত। আরো মামলা রয়েছে তার বিরুদ্ধে।