অগ্রসর রিপোর্টঃ মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেলেন ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী। এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে সরকার।
বৃহস্পতিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৩৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ফেরদৌসী প্রিয়ভাষিণীকে মুক্তিযোদ্ধার (বীরাঙ্গনা) স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে।
তিনি জানান, এর আগে ১২২ জন বীরাঙ্গনাকে মুক্তযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ হয়েছিল। এখন এর সংখ্যা দাঁড়িয়েছে ১২৩-এ।