সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে মুক্তিযোদ্ধা আজির উদ্দিনের উপর সোমবার রাতে একদল দুর্বৃর্ত্ত হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। আহত মুক্তিযোদ্ধাকে আশংকাজনক অবস্থায় রাতেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলার হামলার ঘটনায় জড়িত সন্দেহে সোমবার রাতে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করেছে।
জানা গেছে, উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী ধনীটিলা গ্রামে সোমবার রাতে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দুর্বৃর্ত্তরা মুক্তিযোদ্ধা আজির উদ্দিনের বাড়িতে ডুকে পাথর বিক্রির টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় আজির উদ্দিনকে দুর্বৃর্ত্তরা দা দিয়ে কুপিয়ে জখম করে বাড়িতে ফেলে রেখে আসে।
খবর পেয়ে রাতেই থানা পুলিশ ওই এলাকা থেকে হামলার সাথে জড়িত সন্দেহ ইদ্রিছ আলী ও কালা শাহ নামের দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে। একটি নির্ভরযোগ্য সুত্র জানায়, ছাতকের ধনী টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও বিক্রি করাকে কেন্দ্র করে এ এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরেই বিভিন্ন গ্রুপ উপ গ্রুপে বিভক্ত হয়ে দ্বন্দ্ব চলে আসছে। ধারণা করা হচ্ছে, অপর কোন পাথর খেকো চক্রই ওই রাতে মুক্তিযোদ্ধা আজির উদ্দিনের উপর হামলার ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে।
ছাতক থানার ওসি মো. আতিকুর রহমান মঙ্গলবার এ প্রতিবেদকে জানান, এখনো এ ব্যাপারে কোন মামলা বা অভিযোগ পাইনি, দু’জনকে সন্দেহভাজন হামলাকারী হিসাবে জিজ্ঞাবাদের জন্য আটক করা হয়েছে।