অগ্রসর রিপোর্ট: বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপদ, স্থায়ী ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে বাংলাদেশকে আর্থিক ও কূটনৈতিক উভয় ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রণায়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠককালে সফররত মার্কিন জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী সাইমন হেনশাও-এর বৈঠককালে তিনি এই আশ্বাসের কথা পুনর্ব্যক্ত করেন।
মি সাইমন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
বৈঠকে গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম (ডিআরএল) বিষয়ক মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী, স্কট বুশবে, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক (এসসিএ) ভারপ্রাপ্ত উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী টম বাজদা, মেইনল্যান্ড এশিয়া প্রশান্ত মহাসাগরীয় কার্যালয়ের পরিচালক প্যাট্রিসিয়া মাহডাশ এবং বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাটও উপস্থিত ছিলেন।
বৈঠক উভয় পক্ষ বাংলাদেশ থেকে মিয়ানমার নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য মিয়ানমার সরকারের ওপর চাপ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়।
ভারপ্রাপ্ত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলপূর্বক বাস্তুচ্যুত ছয় লক্ষাধিক মিয়ানমার নাগরিকের অস্থায়ী আশ্রয়দানে বাংলাদেশের সিদ্ধান্তের ভুয়সী প্রশংসা করেন এবং এই নজিরহিীন মানবিক সংকটে বাংলাদেশের সাড়াদানকে অত্যন্ত চমৎকার বলে বর্ণনা করেন।
প্রতিমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র সরকারের মানবিক সহায়তার পাশাপাশি দৃঢ় রাজনৈতিক সহায়তার জন্য সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।