অগ্রসর রিপোর্ট : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, মিয়ানমারের সাথে বাংলাদেশের আন্তঃগ্রিড সংযোগ স্থাপন করা গেলে উভয় দেশ উপকৃত হবে।
তিনি বলেন, বাংলাদেশের সাথে মিয়ানমারের বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা বাড়ানো গেলে উভয় দেশের অর্থনৈতিক ভিত্তিও আরো মজবুত হবে।
সামুদ্রিক সীমানার শান্তিপূর্ণ সমাধানের জন্য মিয়ানমারকে ধন্যবাদ জানিয়ে নসরুল হামিদ বলেন, বাংলাদেশ ও মিয়ানমার দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সেতুবন্ধ হতে পারে। পাওয়ার শেয়ারিং প্রতিবেশী দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় করবে বলেও প্রতিমন্ত্রী আশাবাদী।
নসরুল হামিদ গতকাল মিয়ানমারের নাই পাই তাউস্থ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা নিয়ে দ্বিপাক্ষিক সভায় বক্তৃতাকালে এ আশা ব্যক্ত করেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মিয়ানমারে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
আজ ঢাকায় প্রাপ্ত এক সরকারি তথ্যবিরনীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, সাত সদস্যের মিয়ানমার দলের পক্ষে নেতৃত্ব দেন মিয়ানমারের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইউ উইং খাইং।
সভায় বিদ্যুৎ ও জ্বালানি খাতসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করা হয়।
নসরুল হামিদ বলেন,‘বাংলাদেশের সাথে মিয়ানমারের আন্তঃগ্রিড সংযোগ স্থাপিত হলে আমরা চীন থেকে বিদ্যুৎ নিতে পারবো। অন্যদিকে মিয়ানমারের সাথে চীন এবং আসিয়ানভুক্ত অন্যান্য দেশের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবসা বৃদ্ধি পাবে। যা প্রকারান্তরে বিমসটেক ও বিসিআইএম’কে গতিশীল করবে।’
প্রতিমন্ত্রী এ সময় মিয়ানমারের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ও উপমন্ত্রীকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, সহযোগিতার ক্ষেত্রগুলো সুনির্দিষ্ট করতে প্রতিনিধি দল পাঠানো যেতে পারে।
মিয়ানমারের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইউ উইং খাইং এক সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করে বলেন, সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করতে হবে। তিনি পাওয়ার শেয়ারিং ও গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানে কারিগরি সহযোগিতা প্রদানে আশ্বাস দিয়ে বলেন,‘ভারতের সাথে বাংলাদেশের পাওয়ার শেয়ারিংয়ের অভিজ্ঞতা আমাদের কাজে লাগতে পারে’। মিায়ানমারের বিদ্যুৎ ও জ্বালানি উপমন্ত্রী ড. তুন লাইং এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে রয়েছেন, মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শফিউর রহমান, পিডিবি’র সদস্য (কোম্পানি এফিয়ার্স) মোস্তাফিজুর রহমান, পিজিসিবি’র নির্বাহী পরিচালক চৌধুরী আলমগীর হোসেন ও বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব মোঃ আলাউদ্দিন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।