অগ্রসর রিপোর্ট: মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াউ বুধবার পদত্যাগ করেছেন। এ পদের দায়িত্ব নেয়ার দুই বছর পর তিনি পদত্যাগ করলেন।
তার দপ্তর একথা জানিয়েছে। খবর এএফপি’র।
প্রেসিডেন্টের দপ্তরের ফেসবুকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াউ ২০১৮ সালের ২১ মার্চ পদত্যাগ করেছেন।’
এতে আরো বলা হয়, ‘সাত কার্যদিবসের মধ্যে’ একজন নতুন নেতা নির্বাচন করা হবে।
উল্লেখ্য, থিন কিয়াউ দেশটির নেত্রী অং সান সুকির ডান হাত হিসেবে পরিচিত।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।