অগ্রসর রিপোর্ট: গত তিনদিনে মায়ানমারের হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লংঘন করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
আজ ঢাকাস্থ মায়ানমার দূতাবাসে পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কূটনৈতিক নোটে বলা হয়, গত ২৭ ও ২৮ আগস্ট এবং আজ ১ সেপ্টেম্বর কয়েক দফায় মায়ানমারের হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লংঘন করেছে। বাংলাদেশ এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে।
কূটনৈতিক নোটে বলা হয়, আজ (শুক্রবার) সকালে কক্সবাজারের উখিয়ায় তিন দফা মায়ানমার হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লংঘন করে।
পররাষ্ট্র মন্ত্রণালয় নোটে উল্লেখ করে, মায়ানমারের হেলিকপ্টারের আরেকটি দেশের আকাশসীমা লংঘনের ঘটনা প্রতিবেশীসুলভ নয়। এর ফলে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হতে পারে। বাংলাদেশ যে সময় মায়ানমারের সাথে নিরাপত্তা সংশ্লিষ্ট ক্ষেত্রে সহায়তা করছে, সে সময় বাংলাদেশের আকাশসীমা লংঘনের মাধ্যমে সার্বভৌমত্বের লংঘন বিদ্যমান সমঝোতাসুলভ সম্পর্ক ও সহযোগিতাকে বিঘিœত করতে পারে বলে মন্ত্রণালয়ের নোটে উল্লেখ করা হয়।
ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য মায়ানমারকে অবিলম্বে পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।