অগ্রসর রিপোর্ট :যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নৌবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ায় আরোহী ৫ নাবিকের মৃত্যু হয়েছে। মার্কিন নৌবাহিনীর তৃতীয় বহর শনিবার (৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে। সিএনএন’র খবর।
বিবৃতিতে বলা হয়, গত মঙ্গলবার নৌবাহিনীর নাবিকদের নিয়ে এমএইচ-৬০এস হেলিকপ্টার সান ডিয়াগো সমুদ্র সৈকতের ৬০ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারে থাকা ছয়জনের পাঁচজনই মারা যান। একজনকে উদ্ধার করা হয়েছে।
এর আগে মঙ্গলবার ওই হেলিকপ্টারটি রাডার থেকে হারিয়ে যাওয়ার পর খোঁজ শুরু করে নৌবাহিনী। ৭২ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে নাবিকদের এ পরিণতির খবর জানালো মার্কিন নৌবাহিনী।
নৌবাহিনীর তরফ থেকে বলা হয়েছে, নিহত নাবিকদের ঘনিষ্ঠ আত্মীয়দের দ্বারা পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের নাম প্রকাশ করা হবে না।
এ ঘটনার তদন্ত চলছে বলেও জানিয়েছে নৌবাহিনী। জানা গেছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের আওতাধীন ছিল।