মানিকগঞ্জ প্রতিনিধি- মানিকগঞ্জে মঈন বিশ্বাস নামে বিকাশের এক বিক্রয় প্রতিনিধিকে গুলি করে ২ লাখ ৯২ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের গুলিতে মজনু মিয়া (৪০) নামে এক রিকশা চালকও আহত হন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের গিলন্ড বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে ওই বিকাশ কর্মী গিলন্ড বাজারে একটি দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় একটি প্রাইভেটকার থেকে ৪/৫ জন যুবক নেমে তার বাম পায়ে গুলি করে ও তার কাছে থাকা ২ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নেয়। রিকশা চালক মজনু এ সময় এগিয়ে এলে দুর্বৃত্তরা তার ডান পায়ে গুলি করে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে মানিকগঞ্জ সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) এএম কামরুল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।