স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে এখানে ধানমন্ডি ৩২ এ অবিভক্ত বাংলার প্রথম স্পিকার ও স্বাস্থ্যমন্ত্রী মরহুম সৈয়দ নওশের আলীর কন্যা মরহুম কানিজ ফাতেমা মহসিনার বাসভবনে যান।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনোর মাতা মহসিনা (৯২) আজ সকালে বার্ধক্যজনিত জটিলতায় ইন্তেকাল করেছেন।
প্রধানমন্ত্রী সেখানে মহসিনার লাশ একনজর দেখে তাঁর প্রতি শ্রদ্ধা জানান এবং মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
শেখ হাসিনা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সান্ত¦না দেন।
বাংলাদেশে সড়ক ও জনপথ বিভাগের প্রথম চীফ ইঞ্জিনিয়ার মরহুম হাতেম আলী খানের স্ত্রী মহসিনা মৃত্যুকালে দুই পুত্র হায়দার আকবর খান রনো ও বীর মুুক্তিযোদ্ধা হায়দার আনোয়ার খান জুনো সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মহসিনা বাংলাদেশে নারী আন্দোলনের পথিকৃত কবি সুফিয়া কামালের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।