অগ্রসর রির্পোট : বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে ৩ দিনের সফরে মরক্কোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি মরক্কোর উদ্দেশে হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন।
মরক্কোর স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় ম্যারাকেশের মেনারা বিমানবন্দরে পৌঁছনোর কথা রয়েছে শেখ হাসিনার।
ঐতিহাসিক প্যারিস চুক্তির পর মরক্কোর ম্যারাকেশে প্রথম জলবায়ু সম্মেলন বসছে, যার অনুষ্ঠানিক নাম কনফারেন্স অব পার্টিস (কপ)। যে দেশগুলো প্রথমেই প্যারিস চুক্তিতে অনুস্বাক্ষর করেছে, তার মধ্েয বাংলাদেশ অন্যতম।
মঙ্গলবার কপ-২২ এর উচ্চ পর্যায়ের আলোচনায় ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। একই দিনে মরক্কোর বাদশা ষষ্ঠ মোহাম্মদের দেয়া মধ্যাহ্নভোজেও অংশ নেবেন তিনি।
সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে মরক্কো যাচ্ছে; যাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ছাড়াও বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ রয়েছেন।
জলবায়ু পরিবর্তনের কারণে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের মধ্েয বাংলাদেশ অন্যতম। এ বিষয়ে উন্নয়নশীল দেশগুলোর পক্ষে আন্তর্জাতিক ফোরামে আলোচনা ও দর কষাকষিতেও বাংলাদেশ ভূমিকা রাখছে।
জলবায়ু সম্মেলন শেষে বুধবার মরক্কো থেকে রওনা হয়ে ওই দিন মধ্যরাতে প্রধানমন্ত্রীর ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।