অগ্রসর রিপোর্ট : মেট্রোরেল চড়ে বহুল প্রতীক্ষিত আগারগাঁও থেকে মতিঝিলের দ্বিতীয় অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর দুইটা ৩৫ মিনিটে আগারগাঁও স্টেশনে পতাকা নেড়ে রেলযাত্রা উদ্বোধন করেন সরকারপ্রধান।
শনিবার দুপুর ২টা ৪০ মিনিটে তিনি আগারগাঁও থেকে মেট্রোরেলে চড়ে মতিঝিল স্টেশনের উদ্দেশ্যে রওনা হন। এর মধ্য দিয়ে আধুনিক নগরায়নের এক নতুন অধ্যায় শুরু করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। । এসময় তার সঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও অন্যারা উপস্থিত ছিলেন।
মেট্রোরেলের দ্বিতীয় অংশের উদ্বোধনের খবরে ইতোমধ্যে রাজধানীবাসীর মধ্যে আনন্দ উচ্ছ্বাস বইছে। মেট্রোরেল উদ্বোধন নিয়ে নগরীর অফিসপাড়া খ্যাত মতিঝিল ও ফার্মগেট এলাকার মানুষ এবং এই পথে যাতায়াতকারীদের মাঝে খুশির আমেজ দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে অতিষ্ট জনসাধারণ এখন মাত্র ৩০ মিনিটে নগরির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেতে পারবেন।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, আগারগাঁও থেকে মতিঝিল অংশে তিনটি স্টেশনে যাত্রীসেবা দেওয়ার জন্য ইতিমধ্যে স্টেশনগুলোতে শেষ মুহূর্তের ভেতর ও বাইরে পরিচ্ছন্নতা, রঙ করা ও ধোয়ামোছার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
তিনি বলেন, মেট্রোরেলের দ্বিতীয় অংশ সাতটি স্টেশনের মধ্যে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল স্টেশন এই তিনটি স্টেশন চালু হবে। এর মাঝের অন্য স্টেশনগুলো পরে চালু হবে।
মতিঝিল থেকে ফার্মগেট ও কারওয়ান বাজার ৩০ টাকা ও আগারগাঁও পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। এছাড়াও মতিঝিল থেকে উত্তরা স্টেশন ৯০ টাকা, মিরপুর ১০ ও কাজীপাড়া ৬০ টাকা, শেওড়াপাড়া ও আগারগাঁও ৫০ টাকা, পল্লবী ৮০ টাকা, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবলায় ২০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। ফার্মগেট স্টেশন থেকে উঠে কারওয়ান বাজারে নামলেও এক স্টেশন থেকে আরেক স্টেশনের সর্বনিম্ন ২০ টাকা ভাড়া দিতে হবে। ১০০ টাকায় মতিঝিল থেকে যাওয়া যাবে উত্তরা। ১০ শতাংশ ডিসকাউন্টে র্যাপিড পাসের মাধ্যমেও যাত্রিরা মেট্রোরেলের সুবিধা নিতে পারবেন।
রবিবার থেকে মেট্রোরেলের এই অংশটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। উত্তরা থেকে মতিঝিল রুটে রবিবার থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সকাল বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। আগারগাঁও-মতিঝিল অংশে ফার্মগেট-সচিবালয়-মতিঝিল তিনটি স্টেশনে মেট্রোরেল থামবে। আর উত্তরা থেকে আগারগাঁও অংশে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে।
উল্লেখ্য যে, আগারগাঁও-মতিঝিল মেট্রোরেলের উদ্বোধন ছাড়াও একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এমআরটি লাইন-৫ (উত্তর রুট) নির্মাণ কাজেরও উদ্বোধন করেন। ২০২৮ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নিয়ে সাভারের হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার দৈর্ঘের এই প্রকল্পটিতে ৪১ হাজার ২৩৯ কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।”