ষ্টাফ রিপোর্টার- ২৩ বছর আগে ভেজাল প্যারাসিটামল সিরাপ খেয়ে ৭৬ জন মারা যাবার একটি ঘটনায় ছয় জনকে কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। ঢাকায় বিশেষ আদালতের সরকারি কৌঁসুলি নাদিম মিয়া জানিয়েছেন, বিসিআই নামে তৎকালীন একটি ঔষধ প্রতিষ্ঠানের একজন পরিচালক, মহাব্যবস্থাপক এবং আরও চারজন কর্মকর্তাকে প্রত্যেককে দশ বছরের কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৫ জনই পলাতক রয়েছেন।
এ ব্যাপারে অভিযুক্তদের পক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য যে বাংলাদেশে ১৯৮৯ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত চারটি ঔষধ কোম্পানির তৈরি প্যারাসিটামল সিরাপে ক্ষতিকর উপাদান ছিল এমন অভিযোগে মামলাটি চলছিল এবং ওই প্যারাসিটামল খেয়ে দেশে ৭৬টি শিশু মারা গিয়েছিল বলে অভিযোগও রয়েছে।
একই অভিযোগের আরেকটি মামলায় গত বছর অ্যাডফ্লেম নামে আরেকটি ঔষধ কোম্পানির আরও তিনজনকে দশ বছর করে কারাদণ্ড দিয়েছিল আদালত।