অগ্রসর রিপোর্ট :লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবে ১৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে বিভিন্ন দেশের আরও ৩৮০ অভিবাসনপ্রত্যাশীকে।
তিউনিসিয়ার রেড ক্রিসেন্টের বরাত দিয়ে বুধবার (২১ জুলাই) রয়টার্স এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, লিবিয়ার জুওয়ারা উপকূল থেকে রওনা দেওয়া নৌকাটিতে সিরিয়া, মিশর, সুদান, ইরিত্রিয়া, মালি ও বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীরা ছিলেন। তবে মৃতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
রয়টার্স জানায়, ইউরোপের প্রধান গন্তব্য ইতালিতে গত কয়েক বছরে অভিবাসন প্রত্যাশীদের প্রবেশের সংখ্যা কমেছে। তবে ২০২১ সালে তা আবার বাড়তে শুরু করেছে।