অগ্রসর রিপোর্ট : ভারতে কোনো অবৈধ বাংলাদেশি থাকলে যথাযথ প্রক্রিয়ায় তাদের বাংলাদেশে ফেরত আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ মঙ্গলবার দুপুরে সিলেটে ১৯ বিজিবি ব্যাটালিয়নের মাদক দ্রব্য ধ্বংস অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এনআরসি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। সেখানে থাকা কাউকেই বাংলাদেশে পুশইন করা হবে না বলে ইতোমধ্যে ভারত আমাদের আশ্বস্ত করেছে। এ নিয়ে উদ্বেগের কিছু নেই।’
আগের যেকোনো সময়ের চেয়ে দুই দেশের পারস্পরিক সম্পর্ক বেশ ভালো বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত সরকার বারবার বলেছে কাউকে জোর করে বাংলাদেশে পাঠানো হবে না।
এ সময় উপন্থিত ছিলেন বিজিবি উত্তরপুর্ব রিজিওনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ ইউসুখ জামিল প্রমুখ।
ভারতে এনআরসির কারণে বাংলাদেশে এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করছে বিভিন্ন মহল। বলা হচ্ছে, নাগরিক পঞ্জির বাইরে থাকা নাগরিকদের বাংলাদেশি অভিহিত করে তাদের সীমান্ত দিয়ে এ দেশে পুশ করা হতে পারে। তবে সরকার এ ধরনের কোনো আশঙ্কা নাকচ করে দেয়।