অগ্রসর রিপোর্ট :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নবনির্বাচিত প্রেসিডেন্ট শ্রী রামনাথ কোবিন্দকে অভিনন্দন জানিয়েছেন।
আজ রামনাথ কোবিন্দকে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের প্রেসিডেন্টের সর্বোচ্চ পদে নির্বাচিত হওয়ায় আমি আপনাকে বাংলাদেশের সরকার ও জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’
শেখ হাসিনা বলেন, ‘অনেক সাংস্কৃতিক, ঐতিহাসিক ও সভ্যতার অভিন্ন ভিত্তির ওপর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক প্রতিষ্ঠিত। এসব সম্পর্কের শক্তিতেই আমরা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করেছি এবং একে এক নতুন উচ্চতায় নিয়ে গেছি।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে টেকসই পারস্পরিক সম্পর্কের মাধ্যমে বহু বছরে আমাদের বন্ধন আরো গভীর হয়েছে।’
শেখ হাসিনা বলেন, তাঁর সরকার দু’দেশের জনগণের অভিন্ন সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বহুমুখী সম্পর্কোন্নয়নে ভারত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়।
প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হিসেবে রামনাথ কোবিন্দের মেয়াদকালে তার সাফল্য কামনা করেন।
তিনি রামনাথ কোবিন্দকে তাঁর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান।