ওয়েব ডেস্ক: গ্রামটার নাম- ‘কাসোল’, রাজ্য- হিমাচল প্রদেশ। অতএব বুঝতেই পারছেন যে এই গ্রামটা পুরোপুরি ভারতের মানচিত্রের মধ্যেই রয়েছে। কিন্তু তবুও এই গ্রামে থাকে শুধুই বিদেশিনীরা, আর ভারতীয় পুরুষদের ঢোকাই বারণ! ভাবছেন এটা কী করে হয়? এতো ভারি অন্যায়! সত্যিই অবিচার! কিন্তু এর কারণটা কী?
ব্যাপার হল, এই কাসোল গ্রামে থাকেন মূলত ইজরায়েলি পর্যটকেরা এবং তার সিংহভাগই মহিলা। ইজরায়েল রাষ্ট্রে সকলকেই বাধ্যতামূলক ‘মিলিটারি ট্রেনিং’ নিতে হয় আর সেই ট্রেনিং নিয়ে ইজরায়েলিরা ভীষণ ক্লান্ত হয়ে এই কাসোলে আসেন লম্বা ছুটি কাটাতে, বিশ্রাম নিতে। এমনই জানাচ্ছে ভাষ্কর ডট কম। এই গ্রামটাকে কখনও গেলে আপনার মনে হবে আপনি এক খণ্ড ইজরায়েলে এসে পড়েছেন, কারণ সকলেই এখানে হিব্রু ভাষায় কথা বলে থাকেন।