ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি- ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মৎস্য অফিসার সন্দীপন মজুমদারের কক্ষে রবিবার সকাল দশ ঘটিকায় মৎস্য সপ্তাহ উপলক্ষে গনমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা মৎস্য অফিসার সন্দীপন মজুমদার ও সহকারী মৎস্য অফিসার আবুবক্কর সিদ্দিক উপস্থিত সাংবাদিকদের সাথে মাছ চাষ, মাছের অভয় আশ্রম, সরকারী জলাশয় সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এক প্রশ্নের জবাবে মৎস্য অফিসার সন্দীপন মজুমদার জানান, ভাঙ্গায় মাছের বেশ কয়েকটি অভয় আশ্রম রয়েছে তাদের মধ্যে শরীফাবাদ, ভাঙ্গা কলেজ পাড়, শোনামুখীর চর ও চকিঘাটা উল্লেখযোগ্য।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সহকারী মৎস্য অফিসার আবু বক্কর সিদ্দিক বলেন, আমরা কোন সরকারী (খাল) জলাশয় লিজ দেই না। যদি কেউ আমাদের নাম ব্যাবহার করে সুবিধা নেয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তিনি আরও জানান, প্রকৃত জেলেরাই আমাদের অফিস থেকে সুবিধা পেয়ে থাকে অন্যরা নয়। মৎস্য অফিসার সন্দীপন মজুমদার জানান, সাগর নদী সকল জলে মাছ চাষে সোনা ফলে এই শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মৎস্য সপ্তাহকে স্বার্থক করে তোলার চেষ্টা করছি।
মতবিনিময় সভায় ভাঙ্গা উপজেলায় কর্মরত বিভিন্ন সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।