মোঃ খালেদুর রহমান, ভাঙ্গা, ফরিদপুর- ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মঙ্গলবার বেলা ১১ টায় পৌরসভার সামনে ভাঙ্গা-খুলনা মহাসড়কে অটো ও মাহিন্দ্র চালক সহ প্রায় ৩ শতাধিক শ্রমিক মিছিলসহ মহাসড়কে বিক্ষোভ করে। এতে মহাসড়কে সাধারন যানবাহন চলাচলে বিঘœ ঘটে। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জানা যায়, সরকারী নির্দেশ অনুযায়ি পহেলা আগষ্ট থেকে মহাসড়কে অটোরিক্সা, মাহিন্দ্র, নছিমন-করিমন সহ সকল থ্রিহুইলার অবৈধ যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে এ উপজেলার প্রায় এক হাজার শ্রমিক বেকার হয়ে পড়ে। মঙ্গলবার পুকুরিয়া বাসস্টান্ডে সকাল ১১টায়, একই সময়ে ভাঙ্গা এবং মালিগ্রাম বাসস্টান্ডে থ্রিহুইলার মালিক ও শ্রমিকরা রাস্তায় বিক্ষোভ করে। এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পরে মালিক-শ্রমিকরা উপজেলা পরিষদে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করে। ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো: শাহাদাত হোসেন তাদেরকে শান্ত করেন এবং বলেন, আসলে আইন করে এ সব গাড়ি চলাচল বন্ধ করা, শ্রমিকদের রাস্তা অবরোধ এ দুটির কোনটা বাংলাদেশের প্রেক্ষাপটে সঠিক? সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।