বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, এ তহবিলের আকার হবে ১০ বিলিয়ন ডলারের। তবে প্রাথমিকভাবে ২ বিলিয়ন দিয়ে এটা শুরু হবে। প্রতি বছর ২ বিলিয়ন করে পাঁচ বছরে ১০ বিলিয়ন ডলারের তহবিল হবে।
উন্নয়নমূলক কর্মকাণ্ড ছাড়াও যেকোনো জরুরি প্রয়োজনে এ তহবিলের অর্থ ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
পৃথিবীর অনেক দেশেই এ ধরনের তহবিল আছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা আমাদের প্রয়োজন হয় যখন আমরা বিদেশিদের সঙ্গে ম্যাচিং ফান্ড করি, আমাদের ডলার দিতে হয়। জাপানি ঋণ মওকুফ সহায়তা তহবিল (জেডিসিএফ), আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্ধিত ঋণ সহায়তা (ইসিএফ) বা কোনো বিদেশি ব্যাংক আমাদের লোন দিল, বলা হলো ওটার সঙ্গে সরকার সমপরিমাণ ডলার দেবে। তখন এটার সাপোর্ট দেয়ার জন্য আমাদের কোনো ব্যবস্থা থাকে না।