ষ্টাফ রিপোর্টার- ব্লগার নীলাদ্রি চ্যাটার্জি হত্যার ঘটনা তদন্তে সহায়তার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। সংস্থার পক্ষ থেকে গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) এ আগ্রহের কথা জানানো হয়।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া ও জনসংযোগ) মুনতাসিরুল ইসলাম জানান, এফবিআইয়ের স্থানীয় কার্যালয় থেকে গতকাল ডিএমপির সঙ্গে যোগাযোগ করা হয়। এ সময় মার্কিন সংস্থাটি নীলাদ্রি হত্যাকাণ্ডের তদন্তে সহায়তার আগ্রহ প্রকাশ করে। এফবিআই কী ধরনের সহযোগিতা করতে চায়, তা জানতে ডিএমপির পক্ষ থেকে পরে যোগাযোগ করা হবে বলে পদস্থ কর্মকর্তারা জানিয়েছেন। প্রসঙ্গত, নীলাদ্রি চ্যাটার্জি হত্যা মামলাটি এখন খিলগাঁও থানা পুলিশের তদন্তাধীন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এখন এ মামলার ছায়া তদন্ত করছে। মামলাটি দ্রুত ডিবির কাছে হস্তান্তর করা হবে বলে খিলগাঁও থানা সূত্রে জানা গেছে।
গত শুক্রবার খিলগাঁওয়ে নিজ বাসায় খুন হন ব্লগার নীলাদ্রি চ্যাটার্জি নীল। এ নিয়ে পাঁচজন বাংলাদেশী ব্লগার জঙ্গি হামলায় প্রাণ হারালেন। ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি মিরপুরে নিজ বাসার কাছেই খুন হন ব্লগার আহমেদ রাজীব হায়দার। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বাংলা একাডেমির বইমেলা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খুন হন যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও ব্লগার অভিজিৎ রায়। ব্লগার অভিজিত রায় হত্যার ঘটনা তদন্তে সহায়তার জন্য এফবিআই প্রতিনিধি দল তখন ঢাকায় এসেছিল। এর পর ৩০ এপ্রিল সকালে ঢাকার তেজগাঁও এলাকায় নিজ বাসা থেকে বেরিয়ে রাস্তায় খুন হন অনলাইন অ্যাক্টিভিস্ট ওয়াশিকুর রহমান বাবু। তার এক মাসের মাথায় সিলেটে নিজ বাসা থেকে বেরিয়ে অফিসে যাওয়ার পথে একই ধরনের হামলায় খুন হন আরেক ব্লগার অনন্ত বিজয় দাশ।