ব্যাখ্যা দিতে সময় চাইবেন খাদ্যমন্ত্রী
অগ্রসর প্রতিবেদক : প্রধান বিচারপতি ও বিচারাধীন বিষয় নিয়ে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে সময় চাইবেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, এক সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার মালয়েশিয়া যাচ্ছি। আগামী ১৬ বা ১৭ মার্চ দেশে ফিরব। এজন্য আইনজীবীর মাধ্যমে আদালতের কাছে সময় চাইব।
তিনি বলেন, একজন মন্ত্রী হিসেবে নয় বরং মুক্তিযোদ্ধা ও সাধারণ নাগরিক হিসেবেই মীর কাসেম আলীর রায় নিয়ে ব্যক্তিগত মতামত তুলে ধরেছি। মীর কাসেম আলীর ফাঁসি হয়েছে আমি অত্যন্ত স্বস্তি প্রকাশ করছি। আমার বক্তব্য ছিল একজন মুক্তিযোদ্ধা হিসেব একজন বিচারপ্রার্থী মানুষ হিসেবে। আদালত আদেশ দিয়েছেন আমি আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আমি জবাব দেব।